কাউখালীতে নবাগত পিরোজপুর জেলা প্রশাসকের সঙ্গে সরকারি কর্মকর্তা, কৃষক ও ওয়ার্ড সভায় অংশগ্রহণকারী সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গত বুধবার উপজেলা হলরুমে ইউএনও স্বজল মোল্লার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএনও স্বজল মোল্লা, সহকারী কমিশনার ভূমি সুদীপ্ত দেবনাথ, কাউখালী থানার ওসি মো. সোলায়মান, মৎস্য কর্মকর্তা মো. হাফিজুর রহমান, কাউখালী প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক এনামুল হক প্রমুখ।
অনুষ্ঠানে যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুর রহমান মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হান্নান, প্রাথমিক শিক্ষা অফিসার মনিবুর রহমানসহ উপজেলা সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় উপস্থিত অনেকেই ভিন্ন বিষয় মত প্রকাশ করেন।
মতবিনিময় অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক প্রায় শতাধিক দুস্থ-অসহায় মানুষের মধ্যে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত শুকনা খাবার চাল, ডাল, তেল, চিনি, লবণসহ বিভিন্ন প্রকার প্রয়োজনীয় মসল্লা জাতীয় খাবার, সেলাই মেশিন ও শীতবস্ত্র কম্বল প্রদান করেন।
এর আগে নবনির্মিত স্মৃতিসৌধ, অফিসার্স ক্লাব, সদর ইউনিয়ন পরিষদ ভবন, সরকারি এসবি বালিকা বিদ্যালয়ের ভবন উদ্বোধন করে ফলক উন্মোচন করেন জেলা প্রশাসক।
এছাড়াও কাউখালী থানা, ভূমি অফিস পরিদর্শন চড় বাঁশুরী আবাসন এলাকায় অসহায় দুঃস্থ পরিবারের শিশুদের লেখাপড়ার জন্য একটি প্রাথমিক বিদ্যালয়ের উদ্বোধন শেষে জয়কুল কৃষকদের ধান কাটা উৎসবে যোগদান করে কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
টিএইচ